প্রকাশিত: মার্চ ২২, ২০২৩, ১০:০৬ পিএম
মানুষ সে তো শ্রেষ্ঠ জাতি এই ধরনীর বুকে,
তবুও আজ কাঁদছি মোরা,
মরছি ধুঁকে ধুঁকে।
আজ নেইকো শান্তি,
শুধুই ভ্রান্তি,
নিত্য নতুন ভুল,
হতাশার জালে বন্দী সবাই পাচ্ছি না তো কূল।
আজ কেউবা শিরক,
কেউবা বেদাদ,
কেউবা জেনায় লিপ্ত,
এসব কথা লিখতে গিয়ে মনটা ভীষণ ক্ষীপ্ত।
সমাজটা আজ অন্ধকার আর অশ্লীলতায় ভরা,
এই সমাজকে বদলে দিতে উদ্যোগ নিবে কারা?
আমরা আছি বাদানুবাদ,
অঢেল হিংসা নিয়ে।
তাই চলছে সমাজ নিজের মতো কোরআনকে বাদ দিয়ে।
আমরা পারি বদলে দিতে এই সমাজের রূপ,
তাই সময় এসেছে জবাব দেওয়ার থাকব নাকো চুপ।
এএল/