• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

আজি বসন্তে

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৭:৩২ পিএম

আজি বসন্তে

সত্যদেব পতি, কলকাতা

আগুনে রঙ মেখে এলো আজ ফাল্গুন,
জীবনের ধারাপাত রঙে রচি  শতগুণ -
আবিরে গুলালে রাঙা দশদিশ চারিধার ,
মধূপে মিতালী দেখি মিলেমিশে একাকার ।
পলাশে ফাগুন মাখা শিমুলের মাথা লাল-
সেজেছে ধরনী রঙে নিয়ে শত শৈবাল,
অলিদের গুঞ্জন ফুলে ফুলে আরোহন,
আনন্দ গান গায় ছাড়ি অবগুন্ঠন-
নদী বুকে জলধারা থরোথরো কাঁপে বুক,
প্রেয়সীর সাথে হোলী মন বড়ো উৎসুক,
হেমঝরা বিকেলে প্রেম জাগে অবিকল,
বাঁকা নদী উচ্ছল ভেসে যায় মহীতল।
পৃথিবীর সাজো রবে কোকিলের কুহুতান,
প্রেম প্রিয়া মাখে রঙ মন বড়ো উচাটন!
ফাগুন আগুন দেখি প্রিয়তার হাসি মুখে,
প্রেমের জোয়ারে ভাসে দুজনে পরম সুখে।
রঙের ফোয়ারা ছুটে পিচকারী ঢালে রঙ-
হাসিমুখে দোল খেলে মনে হয় সাজা সঙ,
ছেলে বুড়ো সবে মিলে উৎসবে মাতোয়ারা,
ফাগুন হাওয়া এসে দেয় কতো প্রেমধারা।
আকাশের নীল রঙ সাতরঙে সাজানো -
প্রেম প্রিয়া মিলনের  এ সময় রাঙানো।
সুখের তরনী বায়  প্রেমনদী অছিলায়,
ভালোবাসা হৃদয়ের অনুভবে পাওয়া যায়,
সুখের পরশে সুখ আজ দোলরঙ মাখছে-
প্রেমের জোয়ারে প্রেম দুইকুলে ভাসছে,
ফাগুনের মধুকর করে মধু আহরন -
গুনগুন গুঞ্জনে  ফুলে জাগে শিহরণ,
প্রকৃতির উৎসবে রঙমাখা গৌরব -
প্রেম খেলে রঙজলে ফুলে বাড়ে সৌরভ,
আজি এ ফাগুন মাস দারুন এ সময়;
প্রিয়াসাথে হোলি খেলা তাই প্রেমময়।

আর্কাইভ