• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বসন্ত উৎসব

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ০৭:৪০ পিএম

বসন্ত উৎসব

পদ্মা বোস

এই ছেলেটা ? কোথায় যাবি? 
পিচকিরি নে হাতে ।
মনের সুখে রঙ মেখে নে 
দোলের সুপ্রভাতে।

দ্যাখ চেয়ে দ্যাখ আলোর আকাশ 
রঙিন কেমন সাজ, 
ভোরের পাখি বলছে ডেকে 
" দোল উৎসব আজ "।

আবির মাখা পুবের আকাশ 
রঙিন হলো মন। 
দোল দোল দোল দোদুল দোলায় 
দুলছে পলাশ বন।

কাঠবিড়ালি মুচকি হেসে, 
বলবে কাছে এসে --
"রঙ দেবে না?  খোকা বাবু? 
একটু ভালোবেসে"।

বোরো ধানের ক্ষেতটা তখন 
ঘুম ভেঙে হাইতুলে। 
তাকিয়ে দ্যাখে গাঁয়ের ছেলে 
দোল খেলে রঙ গুলে।

পথের ধারে ভাঁট ফুলেরা 
করছে বলা বলি --
" দোল এসেছে মাখবো আবির 
আজ আমাদের হোলি ।
ও ভাই, আজ আমাদের হোলি"।

নে মেখেনে দুই হাতে তোর 
রঙিন আবির সব। 
এলোরে আজ রঙিন সকাল 
সবন্ত উৎসব। 
ও ভাই, বসন্ত উৎসব।

আর্কাইভ