• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তৃষ্ণা

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩, ০৬:২২ পিএম

তৃষ্ণা

ছবিঃ সিটি নিউজ ঢাকা

অমিতাভ শুর

বৃষ্টি নেই সারা শরীর  জুড়ে  নিদারুন তৃষ্ণা - শুনি  হাহাকার
ফুটিফাটা শুষ্ক দেহে ভীষন ক্ষরা, শীত নামে, নামে অন্ধকার।
দাবানলে জ্বলে  ঘর শরীরের আসবাব - জ্বলে যায় ইস্কাবনের বিবি
দূর দূরান্ত হতে  দলে দলে ভেসে আসে  ওরা - স্মৃতির দঙ্গল।

বিরাট জঠরে একে একে জমে অগনিত লাশ - ওরা আমারই,
বার বার মৃত্যুতে জমে ওঠা মৃতের পাহাড়।

 

সাজেদ/

আর্কাইভ