• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বেহিসেবি মন

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ০৯:৪৪ পিএম

বেহিসেবি মন

ছবিঃ সিটি নিউজ ঢাকা

শিবাজী সান্যাল

হিসেব করে চলিনি কখনো
তেমনি পেতে ভালোবাসা গোলাপ হাতে
হইনি নতজানু । ফাল্গুনের রঙিন সমীরণে
নীলার ঠোঁটে আমার কবিতা আর দৃষ্টিতে
সীমাহীন বসন্ত এসেছে ধীর পায়ে অজান্তে ।

গাঙ্গেয় তটভূমেও বৈশাখী রৌদ্র ছেয়ে যায়
বিস্তীর্ণ এলাকায়। অঙ্গনে শোভিত  আলপনা
জল ছুঁয়ে অস্পষ্ট , জোয়ারের উচ্ছ্বাসে ভেসে যায়
আশ্রিত বিশ্বাস । একটি গোলাপ দিতে পারে
স্বর্গের অনুভব, অনুরণন রাগ কল্যাণী, অন্তরা  —

আকাশ চিরকাল সুদূর নীলিমা, অছোঁয়া
সবুজ ঘাসে শুয়ে অপলক বিস্ময়। কতবার তুলে দুহাত  
নিষ্ফল বিচরণ , নিজেকেই ঠকিয়েছি বারবার 
এই অবিরাম চলা, বলা, অযুত শব্দের মিছিল 
অস্থির করেছে আমাকে, দিয়েছে হাতছানি  কুয়াশা দিগন্তে।

 

 

সাজেদ/এএল

আর্কাইভ