• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

দিনপঞ্জি বিভ্রমে আট-ই ফাল্গুন

প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ১১:১৯ পিএম

দিনপঞ্জি বিভ্রমে আট-ই ফাল্গুন

দিনপঞ্জি বিভ্রমে আট-ই ফাল্গুন

মোহাম্মদ আলী

ফুল ছিল সেদিন গৃহ অলংকার,
এসেছিল ফাল্গুন
জীবনের সব বসন্তে
রুপ রং গন্ধ নিয়ে
প্রতি বসন্তে---প্রতিবার।
হঠাৎ এক ফাল্গুনের অষ্টম দিনে,
বারুদ ফুটল সেথা ফুলকলি নয়
ছোপ ছোপ আবির লাল
চেনা বর্নমালা 
অ --আ- ক-খ- নিয়েছিলাম ছিনে। 

 
সেদিন থেকে ফাল্গুন রং বদলায়, 
ভাষান্তর বিভ্রমে সে ‍‍`একুশে ‍‍` হয়ে যায়
বদলায় ফাল্গুনী হাওয়া মৃদু মন্দ 
কাঠিন্যে জীবন হারায় 
আদি-গতি-ছন্দ
ঝড়ো হাওয়ার তান্ডব
ফুলের জলসায় !! 
আবেগের প্লাবন ছোটে মিছিলে মিছিল, 
আজও যেন রয়ে গেল সব গরমিল
মিনারের চুড়া ডুবে ফুলের তোড়ায় 
ত্যাগের গরিমা হত ভোগের পানশালায়

আর্কাইভ