
প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ১১:১৯ পিএম
দিনপঞ্জি বিভ্রমে আট-ই ফাল্গুন
ফুল ছিল সেদিন গৃহ অলংকার,
এসেছিল ফাল্গুন
জীবনের সব বসন্তে
রুপ রং গন্ধ নিয়ে
প্রতি বসন্তে---প্রতিবার।
হঠাৎ এক ফাল্গুনের অষ্টম দিনে,
বারুদ ফুটল সেথা ফুলকলি নয়
ছোপ ছোপ আবির লাল
চেনা বর্নমালা
অ --আ- ক-খ- নিয়েছিলাম ছিনে।