• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

খেলা ঘর

প্রকাশিত: মার্চ ৭, ২০২৩, ০৫:৩৫ পিএম

খেলা ঘর

ছবিঃ সিটি নিউজ ঢাকা

সুস্মিতা দত্ত মুখার্জী

কলম থামতে চাইছে 
লেখা আবোলতাবোল 
অভিনয়ে আমি বরাবরই কাঁচা 
কালপেঁচা ডাকছে 
অশনি সংকেত শুনতে পাচ্ছি 
তুমি তো বলেছিলে দুজনে ঠিক থাকলে সম্পর্কটাও ঠিক থাকবে 
তবে কেনো পারলে না ঠিক থাকতে 
আলেয়ার হাতছানি !

আমি কি  কিছু হারিয়েছি 
বিশ্বাস খুঁজে পাচ্ছিনা... ভরসাও না 
অর্জন করেছি সততা 
দায়িত্ব নিয়েছিলে... তাই খুব যত্ন করে ভাঙলে বিশ্বাসী মন 
ভালোবাসা...শুধু একটা  কথা নয় 
একটা আত্মসন্মান   
একটা অনুভূতি

আমি যাত্রীবিহীন তরী 
মাঝি হারিয়েছে স্বেচ্ছায়... 
নিস্তরঙ্গ ভেসে চলেছি অজানার উদ্দেশ্য 
হারানোর সময় এসেছে, 
খুঁজোনা আমায় আর 
আপন ইচ্ছায় নির্বাসন নিয়েছি 
সাগরের জল লোনা... 
লোনা চোখের জলও 
চোখেই সাগরের বাস

আমি ছিনিমিনি খেলাঘর !

 

সাজেদ/

আর্কাইভ