• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শেষ কোথায়

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩, ০৬:১৫ পিএম

শেষ কোথায়

ছবিঃ সিটি নিউজ ঢাকা

তৃপ্তি রায় চৌধুরী

বেসেছিলে ভালো যারে
সে হয়েছে গত, 
ভাবছো মেটাবে তৃষ্ণা
আরো আছে কত!

কেউ তো নয় চিরায়ত! 
এ ও যদি হয় গত? 
তবে কি আবার নতুন? 
ভরাবে  তোমার ক্ষত?

প্রকৃত ভালোবাসা বলে
রাখো তারে হৃদে ধরে
নতুন মোহের টানে
ভুলো না গো ভুল করে।

আত্মার আত্মায় বিশ্বাসী তুমি
ভেবে দেখো একবার
আত্মা যদি এসে বলে
মেটাও বাসনা তার?

কি করে পারবে তখন
সরাতে নতুন মুখ? 
কি করে পারবে দিতে
প্রিয় আত্মাকে সুখ?

ভুলে যেতে প্রিয় মুখ
নিজে পেতে চাও সুখ? 
পারবেনা পারবেনা
প্রিয় মুখ হারবেনা।

মাতো কেন মিছিমিছি
প্রিয় ভোলার এ খেলায়? 
ভালো করে দেখো ভেবে
এ খেলার শেষ কোথায়?

 

সাজেদ/

আর্কাইভ