• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পশ্চিমা হাওয়া

প্রকাশিত: মার্চ ৫, ২০২৩, ১১:২৯ পিএম

পশ্চিমা হাওয়া

ছবিঃ সিটি নিউজ ঢাকা

মতি গাজ্জালী

পশ্চিমের হাওয়া বলে-- উদ্দাম নেচে গেয়ে পাখি হও,
অসীম নীলাকাশে ডানা মেলে দাও,  নদী হও,
নিজ গতিতে বয়ে চলো, সাগরের মত স্বাধীনসত্তা নিয়ে গর্জে ওঠো,
তৃণের মত লকলকে জীবন পাও, বৃক্ষের মত আকাশমুখী হও,
তোমার মত তুমি বলে যাও, লেখে যাও, তুমি মুক্ত-স্বাধীন!

এ কেমন স্বাধীন জীবন! এ তো দেখি পরাধীন--
তাক্ ধিনতাধিন-- সূতো নিয়েছ নিজের অধীন,
গোটাদুনিয়া বানিয়েছ পুতুলনাচের আসর--
চারদিকে কান্না, ক্ষুধা দারিদ্র, খুন, পশ্চিমা হাওয়া তুমি বাজাও ঢোল বাদ্য কাসর!

যা বলি চেপে ধরো মুখ,
যা লিখি কেটে দাও আঙুল,
যেখানে পা বাড়াই সেখানেই নিষেধাজ্ঞা, 
যে গান ভালোবাসি, অদূরে সাজিয়েছ ফাঁসির রশি,
এ কেমন মুক্তি, এ কেমন স্বাধীনতা!

হে নিয়তি-- এ কেমন অধীনতা---

 

 

সাজেদ/

আর্কাইভ