• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দিন শেষে তুমি একা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১১:১০ পিএম

দিন শেষে তুমি একা

ছবিঃ সিটি নিউজ ঢাকা

আখতারুজ্জামান সেলিম

চেয়ে দেখি অসহায় 
সব কিছু ভেসে যায় জলে আর কালে,
জীবনের সঙ্গে মিশে 
যারা ছিল আশপাশে সবে গেছে চলে। 
আলো সব নিভে যায় রাত ভালোবেসে।
দিন শেষে তুমি একা স্মৃতি নিয়ে বসে।
প্রকৃতির করুণায়
পাতাগুলো ঝরে যায় যদি শীত আসে।
শুনিয়াছি কতবার 
ঝরা পাতা হাহাকার বেদনার বিষে।
দিন শেষে তুমি একা স্মৃতি নিয়ে বসে।

 

সাজেদ/
 

আর্কাইভ