• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কথা চাইনা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ১২:১৮ এএম

কথা চাইনা

ছবিঃ সিটি নিউজ ঢাকা

নবনীতা সই

কথা দেয় যখন মন, 
জড়িয়ে রেখে সময়কে৷ 
ভাবনা গুলো এলোমেলো ,
সামনে রেখে জীবনকে৷

কথা দেওয়া কথা নেওয়া,
ফুরিয়ে যায় কালের পথে৷
কথা শুধু কথাই হয়,
চলার পথের সাথে সাথে৷

প্রেমের সেই আবেগ স্মৃতি,
ভালোবাসা হারিয়ে যায়৷
কথা দিয়েও কথা থাকেনা,
কথা তখন বিষম দায়৷

কথা দিওনা ভরসা দিও,
পাশে থেকো আজীবন৷
শুকনো কথায় কি হবে,
যদি না পাই তোমার মন৷

 

এসএএইস/

আর্কাইভ