• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

এই যে চলা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৯:১৬ পিএম

এই যে চলা

শিবাজী সান্যাল

শিবাজী সান্যাল

এই যে চলা
বেশ চলছে ভেবে  , চলেই যাচ্ছে
সকালের গেরুয়া দেখি পুবের আকাশে 
বর্ণময় হয়ে ওঠে প্রকৃতি , রাজকন্যার স্বয়ংবর যেন
সাগরের পার ধ‍‍`রে হাঁটি , অনেকেই থাকে , পাশে বৃক্ষরাজি 
           জলে কিছু রঙিন  পরিযায়ী পাখি।

অফুরন্ত সময় এখন , মুঠো ভরে বিলোই সর্বত্র 
সীমাহীন কথা বলি ফোনে , পৌঁছে যাই বিনা আমন্ত্রণেও
আজকাল চোখ দেখেই বুঝে যাই ‘ মানুষের মন ’
হেসে বলি “ ভাল থেকো ”।  জানি অফুরন্ত নয়
            নির্ধারিত সময়ও কমছে ক্রমাগত ।

কবিতা লিখে আকাশ বেসেছি ভালো
নিশীথের বিস্তীর্ণ নক্ষত্র দেখে ইচ্ছে করে
একদিন জায়গা নেব সপ্তর্ষির পাশে , দেখব নিচে 
জ্যোৎস্নাস্নাত মহাসাগর ।  কারো কি পড়বে মনে
             খুঁজবে আমাকে অগণিত নক্ষত্রে ?

 


শিবাজী  সান্যাল
মুম্বাই, ভারত থেকে

আর্কাইভ