প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৫:৩০ পিএম
এ মাস ফাগুনের
এ মাস আগুনের
এ মাস ছড়ায়েছে ভালোবাসা
এ মাস দিয়েছে বেঁচে থাকার ভাষা
এ মাস দিয়েছে মানুষে মানুষে ভালোবাসা।
ফাগুন এলে সংগ্ৰাম মনে হয়
ফাগুন এলে রফিক জব্বার কথা কয়
ফাগুন এলে ফোঁটে শিমুল-পলাশ সহসায়।
ফাগুন এলে লাল-হলুদ
রক্তে খেলে প্রতিবাদ
ফাগুন এলে বাংলায় মেতে ওঠে সংগ্ৰামী দু`টি হাত।
এমন হয়নি কোনো দেশ ভাষা নিয়ে খেলা
এমন হয়নি কোন দেশে রক্তের হোলি খেলা।
এমন দেশ থেকে পালিয়েছে ব্রিটিশের কালো হাত
এমন দেশের মানুষেই শুধু এনেছে কেড়ে
নতুন প্রভাত।
ফেব্রুয়ারি এলে প্রকৃতি জাগে
ফাগুন জড়িয়ে হাসে
ফেব্রুয়ারি এলে বাংলা জাগে
ভাষা, ভালোবাসার এই মাসে।
এই মাস ফাগুনের রক্তে সৃষ্টির গান
এই মাস ফাগুনের
এগিয়ে যাওয়ার প্রাণ।