• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আদর

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ১০:২৩ পিএম

আদর

সুস্মিতা দত্ত মুখার্জী


এক আকাশ আদরে তুমি ভরে ওঠো
পরমা প্রকৃতি,
কবি তার আদরে ভরিয়ে দেবে কবিতায় কবিতায়
তোমার সম্ভ্রম রক্ষা কবিরও দায়িত্ব।
আদরের অনুমোদনে তুমি রূপকথার কাব্যিক ব্যঞ্জনায় সুসজ্জিত
আসন্ন বসন্তের দাবি মেনে কোকিল কণ্ঠে প্রেম সংকেত...
তোমায় জাগানো শুধু সময়ের অপেক্ষা
খিল দেয়া ভালোবাসার খাঁচায় অক্ষয় সরল জীবন যাপন,
নিষিদ্ধ স্বপ্নের শুদ্ধ সাগর স্নানে অম্লান প্রেমবলিদান।
বিছানার কোলাহল থেকে ভালোবাসা খোঁজা ভুল
মিলতে পারে তাচ্ছিল্লের গা বমি গন্ধ,
ভরা বসন্তের প্রেমনাদ সবার জন্য নয়
বালিশের মানচিত্রে নাছোড় রক্তের দাগ জন্মের প্রমাণ রেখে যায়...
যাই, গোপনীয়তা অটুট রেখে কবিতায় যথাযথ বর্ণের রঙ ছেটাই।

আর্কাইভ