• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

এক বছর চলে গেলো

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৫:৩৭ পিএম

এক বছর চলে গেলো

পুতুল জেসমিন

চোখের পলকে এক বছর চলে গেলো অথচ তুই আমার চোখের 
সামনে থেকে এক পলকের 
জন্য ও সরে গেলি না। 
কি যে এক মায়া!! তোর ঐ কাজল কালো মায়াবী চোখে!!
শর্মির কাছে খবর পেয়েছিলাম, তুই  হঠাৎ একদিন সকালে অজ্ঞান হয়ে গিয়েছিলি। 
তোকে নেয়া হয়েছিল ইউনাইটেড হসপিটালের আই সি ইউতে।  আই সি ইউ যে কতোটা মারাত্মক একটা শব্দ আমি জানতাম না। চিকিৎসা ব্যবস্থাকে,হসপিটালে ভর্তি হওয়াতে আমার ভিষণ ভয়!!
    তুই  আই সি ইউ তে আর আমি কোভিড-১৯
এ আক্রান্ত হয়ে ঘরের বিছানায়। 
  দিন রাত আমার অপেক্ষা কখন আমি সুস্থ হবো, কখন আমি তোকে দেখবো!!
   ডাক্তার মোমিন,  ডাক্তার তানভীর,  ডাক্তার ফয়সাল সবাই আমার জন্য সচকিত। ডাক্তার মোমিন পর পর তিন দিন টেকনিশিয়ায়ান পাঠিয়েছে বাসাতে কোভিড টেস্টের জন্য। ডাক্তার তানভীর এসে ব্লাড সুগার দেখে যাচ্ছে। 
 অবশেষে বিশ দিন ভুগিয়ে চার ফেব্রুয়ারি২০২২ খ্রিস্টাব্দে আমার কোভিডের রেজাল্ট এলো নেগেটিভ।
সারাদিন আমি রান্না করলাম। 
হসপিটালের সবাই খাবে আমার নিয়ে যাওয়া খাবার। 
শর্মি এলো ওই দিন। 
পাঁচ ফেব্রুয়ারি বেলা বারোটায় ঢাকার দিকে রওনা হলাম। 
 বিকেল পাঁচ টায় ডাক্তার ফয়সাল কে  সঙ্গে নিয়ে চললাম পিজি হসপিটালে। 
হসপিটালে পৌঁছে ফয়সাল সরাসরি 
তোর বেডে চলে গেলো। 
কর্তব্যরত ডাক্তারের সঙ্গে পরামর্শ করে মুমুর্ষ তোকে কিছু ওষুধ দিলো।
 কিছুক্ষণের মধ্যে তুই একটু সুস্থ হয়ে উঠলি। 
সরাসরি বগুড়া থেকে আসা আমি তোর কাছে গেলাম না।
এই ভেবে যে আগামীকাল সকাল সকালেই চলে আসবো। 
পারভেজ, এমার চোখে মুখে স্বস্তির আভাস। 
সবাই খাবার খেলো। দৈ, কফি খেলো। 
রাত নয়টার দিকে  শর্মির বাসাতে যাওয়ার পথে সুমনের সঙ্গে দেখা। 
পারভেজ সুমনের সঙ্গে সব কথা বলে নিল। সব ঠিকঠাক। আগামীকাল সকাল থেকেই ওরা এসে তোর কাছে পালাক্রমে থাকবে। 
 রাতটুকু শেষ হলো। 
রাতের সঙ্গে সঙ্গে আমাদের ও সব শেষ হয়ে গেলো। রাতে তোর হার্ট এটার্ক করলো। 
 আমরা প্রস্তুত হচ্ছিলাম মেজ আপু
তোর কাছে আসবো। তোর হাত দু‍‍`টা ধরবো। তোর মুখে আদর দেবো। তোকে জড়িয়ে ধরবো। 
 বেলা সাড়ে দশটায় শেষ খবরটা পেলাম। 
  তুই তো নেই। তুই চলে গিয়েছিস-
যেখান থেকে একদিন পৃথিবীতে এসেছিলি সেখানেই চলে গেলি।
 আমি তোকে আদর দিলাম কিন্তু তোর হিমশীতল নিথর মুখটাকে। 
আমি কি নিষ্ঠুর না রে মেজ আপু?
তুই আমাকে ডেকেছিলি আমি যাইনি। 
আমি জানতেও পারিনি এতো তাড়াতাড়ি তুই  আমাদের ছেড়ে চলে যাবি-----
 যেখানে আছিস খুব ভালো থাকিস!
তোর ভালো থাকবার ই কথা।
তুই তো কখনও কোনও অন্যায় করিসনি।

 মহান আল্লাহ তোকে বেহেস্তের 
শ্রেষ্ঠতম স্থানে স্থান দিন। আমীন।

আর্কাইভ