• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

দুঃখ ঘুচিবে

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ১১:৩৩ পিএম

দুঃখ ঘুচিবে

বনশ্রী দাস

বড় সাধ জাগে তাঁরে দেখিবারে
অন্তরের গভীরের আঁখি মেলে
বিমোহন রূপ খানি।

ছল ছল চক্ষে অপলক চেয়ে
যদি সে আসে মম স্বপন মাঝে
নিয়ে গৌর মুখখানি।

রয়েছি তাঁর প্রেমে উন্মত্ত আমি
আকীর্ণ মনে থাকি অলীক ধ্যানে সে মম জীবন মণি।

শুনেছি তাঁরে প্রেম গভীরতায় 
পাইব দেখা হৃদয়ের মন্দিরে
শান্তি মনে সে যে আনি।

রুক্ষহীন বক্ষ মোর মোহিত প্রেমে
নিত্য মন মোহনায় দেখি তারে সে যে মম চিত্ত মানি।

আশা রাখি নেবে সে নিজের করে
জীবনে আসিবে সুখের জোয়ার 
দুঃখ ঘুচিবে জানি।
 

আর্কাইভ