• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

অভিলাষা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৯:৪৯ পিএম

অভিলাষা

ছবিঃ সিটি নিউজ ঢাকা

নার্গিস পারভিন, কলকাতা

রাত্রির বুকে মাথা রাখি,
বেদনার পাপড়ি ছিঁড়ে সাজাই বাসর,
জোনাকির আলোয় অশ্রু রাঙিয়ে
এলোপাথাড়ি আলিঙ্গনে তোমার ভাবনাকে করি আরও জীবন্ত...
তুমি বাসরের দোসর হে প্রিয়তম
আঁখি রাখো সজল!

বিরামহীন চুম্বন আঁকো,
হৃদয়ের প্রকোষ্ঠে জেগে ওঠে নালিঘাস,
গোত্রহীন ফুলে ভ্রমরের গুনগুন
বেদনার রোদনে ফিরে যায়,
মিনতির বাঁধনহারা বাসনা
তোমাতে করে সমর্পণ!

রাত্রির শিৎকার, অশ্রুহীন শিহরণে
রাখেনি ক্ষণের প্রমাণ
নিদ্রাহীন আঁখি পাতে,

আমার এলো কেশে পতঙ্গের ছেঁড়া পাখা
মুক্ত হয়ে ওঠে,
অধরে রক্তিম লালা
সোহাগের চিত্রকূট গড়ে,
অবিরত নক্ষত্রলোকের লাজুক চাহনিতে;

নিবিড় আলিঙ্গনে রাত্রি আর বার কেঁপে ওঠে শিৎকারে!

 

সাজেদ/
 

আর্কাইভ