• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হৃদয়ের মমতা জড়ানো ভাষা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩, ১০:৪৬ পিএম

হৃদয়ের মমতা জড়ানো ভাষা

মু আ কুদ্দুস

একটি ঢেউয়ে বদলে দিলো একটি নদীর ধারা
একটি ভাষা জন্ম দিলো শহীদ হলো যারা ।
একটি ভাষা জন্ম দিলো একটি গানের কলি
একটি ভাষা বাঁচাতে গিয়ে লক্ষ জীবন বলি।

কেন কাঁদি আমরা আজও
কার কারনে এতো...
কোন হায়েনারা কাটছে ভিটা উইপোকাদের মতো।

কোন ইঁদুরে অন্ধকারে কাটছে দেশের মাটি
কোন বাঘিনী রক্ত খোঁজে,খোঁজে দুধের বাটি।

কোন ডাইনি রক্ত নিতে পিঠে মারে ক্ষুর
কোন কুকুরে খাবার খোঁজে সারাটি দুপুর।

কেনো আজও বলতে হবে দেশ ছিঁড়ছে তারা?
কেনো আজও বলতে হবে স্বাধীন নইকো মোরা?
কেনো আজও খুঁজতে হবে ভাই হারানোর গান?
কেনো আজও খুঁজতে হবে তানপুরাটার তান।

সবই আছে সবখানেতে আমার মায়ের ভাষা
সবই আছে নিজের কাছে মাতৃভূমির বাসা।

আমার আছে দেশের মানুষ পাখপাখালির গান
আমার আছে শীতলপাটি জোসনা  রাতের গান।
আমার আছে হাজার নদীর হাজার গল্প-গাঁথা
আমার আছে মায়ের বোনা নকশী কাঁথা।

ভয় পাইনে কালো রাতের 
ভয় পাইনে  বাঘের...
আমরা নতুন প্রতিদিনের ভোরের।

আর্কাইভ