• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দাদুর গামছা গায়েব

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ০৫:৫৪ পিএম

দাদুর গামছা গায়েব

মালবিকা পাণ্ডা

দাদুর গামছা কোথায় গেলো 
ওরে মাধা, ওরে কেলো।
দেখ না খুঁজে, এদিক ওদিক।
খুঁজলে পরে পাবি ঠিক।

ধানের মারাই, বস্তার নীচে,
হাঁসের খোঁয়াড়, থামের পিছে,
ঠাকুমার খোঁপার পরে,
কিম্বা দাদুর গোয়াল ঘরে।

খুঁজতে গিয়ে নাকাল হলো,
কোথায় আর খুঁজবো বলো? 
এবার তবে গুণীন ডাকো,
এ ছাড়া আর পথ নাইকো।

গামছার শোকে দাদু পাগল 
চেঁচিয়ে বলেন ‘ওরে ছাগল’
গামছার কি পা গজাবে?
এক দৌড়ে পালিয়ে যাবে?

খোঁজার নামে ফাঁকি বাজি
এখন বুঝি কেমন কাজি
মাথায় দাদুর পড়ল হাত,
মাথায় আমার এটা কি!

টাক তো নয়! ওরে গাধা!
গামছাটাকে পাগড়ি বাঁধা!
উঠলো সবাই হো হো করে
পড়ল দাদু বেশ ফাঁপরে।

লজ্জা পেয়ে বলেন দাদু,
কেমন জব্দ হলে চাঁদু,
হাসি মুখে নরম ধাঁচে,
লজ্জা ঢাকেন কথার প্যাঁচে।

গামছাখানা কোথায় রেখেছি 
ভেবেছিলি ভুলে গেছি! 
পরীক্ষা নিলাম ছলে বলে,
তোরা কেমন কাজের ছেলে।
 

আর্কাইভ