• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মাতৃ বন্দনা

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০৬:২৬ পিএম

মাতৃ বন্দনা

অমল ভট্টাচার্য্য

মায়ের মতো আপন কেউ নাই এই দুনিয়ায়,
নিজে না খেয়ে যে সন্তানেরে খাওয়ায়। 
দশ মাস দশ দিন রাখে নিজের পেটে,
সেই ভারি পেটে দিন রাত মরে খেটে।
তবুও মা বলতে পারে না,
সন্তান আমি বইতে পারবো না।
মায়ের মতো আপন কেউ নাই এই দুনিয়ায়।

হামা দিতে পেলে ব্যথা,
মায়ের মুখে শত কথা। 
খাবার না খেলে সন্তান, 
মায়ের চিন্তার নাই পরিত্রাণ। 
সন্তান যখন বেড়ায় হেসে খেলে,
মায়ের মনে আনন্দ যে দোলে।
মায়ের মতো আপন কেউ নাই এই দুনিয়ায়।

মাতাকে তোমার ধর্ম বলে জেনো,
মাতাকেই তোমার শিক্ষা গুরু মেনো।
মায়ের গন্ধ গায়ে মেখে বড় হয় সন্তান, 
মাকে দুঃখ দিলে নাই যে পরিত্রাণ। 
মায়ের মতো আপন কেউ নাই দুনিয়ায়।

মায়ের মন কাঁদে সন্তানের অসুখে,
হাসে মায়ের অন্তর সন্তানের সুখে।
সারা জীবন করে যেও মাতৃ বন্দনা,
পেতে হবে না জৈবিক যন্ত্রণা।
সব সন্তান সমস্বরে বলো, মাতৃ শক্তির জয়,
বিশ্বের সব মা যেন সুখেতে রয়।
মায়ের মতো আপন কেউ নাই এই দুনিয়ায়।
 

 

এএল/

আর্কাইভ