• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সময় ও গোলাপ

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০৯:২৯ পিএম

সময় ও গোলাপ

সময় ও গোলাপ

হোসেন মাহবুব কামাল

সময় যদি কাছ দিয়ে যায় আর যদি দ্যাখেন
ক্লান্ত শরীর নিয়ে কোনো এক অশ্বত্থের ছায়ায় জিরোয়! 
তখন না হয় সময়কে একটু ধরে রেখে আমার প্রণতী দিয়েন,
আর একটু মিনতি দিয়ে বলেন যে,
হে- নিঠোর তুমি আর কত থাকবে অধরা! 
অধম এই কবির বিরহ ব্যথা শুনে যাও একটুখানি, 
সে যে বড় অধম বড় নাকাল-
মানবতার মুক্তির জন্য পৃথিবীর অস্তিত্বের জন্য গুলোর্ধ থেকে গুলার্ধে অবিশ্রান্ত মেঘের ভেলা হয়ে ছুটে চলেছে-
একটি গোলাপের জন্য হণ্যে হয়ে, 
যেখানে বেচারা জন্ম থেকে অমানবিক নির্যাতনের অগ্নি বক্ষে নিয়ে হিমালয় সম বাধা পেরিয়ে দৌড়াচ্ছে মুক্তি না হয় 
মৃত্যুর আলিঙ্গনে লৌহ-ইস্পাত, 
একটুখানি ভালোবাসার জন্য তৃষ্ণার্ত চাতকের মতো,
আত্মময় জীবন আর বিপন্ন পৃথিবীর প্রাণের অস্তিত্বের জন্য, 
একটুখানি শান্তির তরে অথর্ব ঈশ্বরের বালুচরে মন্থীত সঙ্গমে লিপ্ত, 
তাই বলে কী পাবে না সখ্যতার একটুকরো 
বন্ধন?
আবার আসবো বীর বেশে পৃথিবীর সান্নিধ্যে নতুনতর প্রাণ হয়ে-
তখন তোমাকে যেন বলতে পারি আমারও বান্ধব ছিল। 

 

কিউ/এএল
 

আর্কাইভ