• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মাটি ছুঁয়ে থেকো

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩, ০৬:১৮ পিএম

মাটি ছুঁয়ে থেকো

মতি গাজ্জালী

সবকটা পাতা ঝরে যদি যায়
বৃক্ষের কিছু যায় আসে না,
ভরসার জায়গা যদি মাটি।

হাজার ভিড়ে একা হয়ে কেন বিষাদে ভরে মন?
নিজকে ভাবো মাটির সন্তান,
পায়ের তলায় রয়েছে মাটি।

সতর্ক থেকো; মাটিহীন হয় না যেন দুটো পা।

 

আর্কাইভ