• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এবার অন্যরকম হোক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ০৯:৩০ পিএম

এবার অন্যরকম হোক

কবিতা

মালবিকা পাণ্ডা


পায়ে পায়ে এখানে এসেছি অনেকটা পথ,
এসো, সবাই মিলে নিই বাঁচার শপথ।

কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে সূর্যালোক,
এবার কিছু অন্য রকম হোক!

ধর্মীয় স্থানে ঘণ্টা বন্ধ, চোখ থাকতেও আমরা অন্ধ,
স্কুল কলেজে ঝুলছে তালা, খোলা শুধু পানশালা।

দেয়ালে ঠেকেছে পিঠ, জানে না তারা ভুল- ঠিক 
বিপদ তবু ছাড়ে না পিছু, এবার হোক অন্য কিছু।

দূর হোক দুর্যোগের ঘনঘটা, ছড়িয়ে পড়ুক রবিচ্ছটা 
কাকলিতে ভাঙ্গুক ঘুম, কচিকাঁচার খেলার ধুম।

অঙ্গীকারে হই বদ্ধ, বন্ধ হোক এই যুদ্ধ,
আর কি আছে চাইবার, অন্য কিছু হোক এবার।

ছন্দে ফিরুক পৃথিবী, পাখিরা ফিরুক নীড়ে,
আছড়ে পড়ুক ঢেউগুলো, সাগরের তীরে।

নতুন দিনের নতুন আশা, বেঁচে থাকুক ভালোবাসা 
পুরনো সব বাই বাই, এবার একটু আলাদা চাই।

 

 

সাজেদ/

আর্কাইভ