• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শুধুমাত্র একটা দিন

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ০৬:৪৩ পিএম

শুধুমাত্র একটা দিন

চিত্রা কুণ্ডু বারিক

আমার একটা দিন চাই। সারাটা দিন শুধুমাত্র আমার জন্য।

বেশি কিছু চাওয়ার নেই, তবু একটা দিন শুধু আমার চাই।

সেদিন আমি আমার জন্য কিছু বলতে চাই।

ছোটো থেকে বড় হয়ে ওঠার দিনগুলো মনে পড়ে। যেভাবে সমাজে একটি মেয়ে হিসেবে বড় হওয়া। যেমনভাবে ঘরের মানুষ একজন মেয়ের প্রতি ঘৃণ্য চোখে দূরে রাখে, রাস্তার পুরুষের মাঝে এক মেয়েকে নিয়ে রঙিন স্বপ্ন দেখা যেখানে বয়সের কোনো মাপকাঠি নেই। যেখানে একটি শিশু এখন শান্ত মনে স্কুলে বসে একজন মাস্টারমশাইয়ের চোখে চোখ রেখে পড়া শুনতে ভয় পায়।

একটি গরীব মেয়ে খিদের জ্বালায় রাস্তায় হাত পেতে দুটো ভিক্ষা চাওয়ার সময় তার পোশাক বারে বারে এদিক ওদিক টেনে ঠিক করে, না হলে হিংস্র চোখ টেনে হিঁচড়ে অন্ধকারে ছিঁড়ে খায়, কেউ ছুটে যায় না বাঁচাতে। আমি এমন একটি দিন চাই যেখানে চিৎকার করে বলতে পারি ‘আমি বা আমরা মেয়েরা কেউই ভালো নেই, আমাদের মনে কোনো শান্তি নেই। আমরা চাই আমাদেরও সুন্দর দিন আসুক। আমরা বাঁচতে চাই... আমাদের বাঁচতে দাও...’

আমরাও তোমাদের মতো করে বাঁচতে চাই। ভবিষ্যৎ প্রজন্ম যার মাধ্যমে এই গোটা পৃথিবীর অক্সিজেন পাবে।

এই পৃথিবীতে মায়ের গর্ভে কন্যা সন্তানের জন্ম হতে দাও।‌ কারণ তোমাদের একটি দাম্পত্য জীবনে একটি নারীই প্রয়োজন শুধু পুরুষ নয়।

আর্কাইভ