• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মৃত্যুর আলিঙ্গনে

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ১১:২৬ পিএম

মৃত্যুর আলিঙ্গনে

বনশ্রী দাস

কিসের এত ক্রোধ, এত মারামারি, এত খুনাখুনি?
কেন এত ব্যাভিচার, এত অহংকার, এত অরাজকতা, এত রেষারেষি।

কেন মানুষ মুখের উপর মুখোশ পরে থাকে?
কেন মানুষ কথায় কথায় বরফের ছুরি মারে?
কেন অন্যকে কষ্ট দিয়ে নির্মল আনন্দ করে উপভোগ।

কেন এত হিংসা, কেন এত বিদ্বেষ...
জীবন দুদিনের তবুও ঘৃণা, লালসার রঙ ছড়ায় মনের ক্যানভাসের প্রতিটি কোণে।

কেন কেউ বোঝে না মৃত্যু তার নিজের মতে চলে, তার কথাই শেষ কথা...
মৃত্যুর কাছে নেই কোনো বৈষম্য, নেই কোনো আবেগের অনুভূতি--

মৃত্যুর কাছে নেই কোনো ভালোবাসা, সোহাগ--
মৃত্যু কারোর সঙ্গে করে না আপোস --
বাড়িয়ে দেয় না বন্ধুত্বের হাত,
মৃত্যু দেয় না মূল্য কোনো পার্থিব সম্পর্কের---
দেয় না মূল্য কোনো জীবন স্রোতে ভালো লাগা, খারাপ লাগার---
যেই দিন মৃত্যু এসে জীবন দরজায় কড়া নেড়ে করবে আহ্বান---
ছেড়ে সকল কাজ চলে যেতেই হবে তার হাত ধরে এক নতুন সংগ্রামে।

সম্পর্কের মায়া জাল ছিঁড়ে, অহংকারের পাহাড় পেরিয়ে, আমির আমিত্বকে ত্যাগ করে--
একটি নির্বোধ অসহায়, প্রাণীর মতো মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতেই হবে সকলকে।

মত্যু করে সহবাস জন্মের সঙ্গে গোপনে নিভৃতে...
জীবনের শুরু থেকেই জন্মের সঙ্গে মৃত্যুর থাকে বোঝাপড়া 
মনে প্রাণের এক অন্তরঙ্গ সম্পর্ক...
জন্ম থেকেই মৃত্যুর হাত ছানিতে পথ চলতে হয় সকলের। 
তাই মৃত্যুর প্রেমে আমি মশগুল
আত্মসমর্পণ করেছি তার কাছে...
হৃদয়ের মণি-কোঠায় তার ঠোঁটের স্পর্শ অনুভব করতে চাই...
মনের অন্তরালে মৃত্যুকে করে আলিঙ্গন
বিলীন করতে চাই নিজেকে তার কাছে...
আহ্লাদিত, বিভোর হতে চাই মৃত্যুর প্রেমে
তার বাহুতে চিরন্তনে বিমোহিত হয়ে নিজেকে সঁপে দিতে চাই আমি...
জানি চির প্রশান্তি আছে তার বক্ষ মাঝে...
কারণ পার্থিব জগতের কোনো আবিলতা , কোনো যন্ত্রণা স্পর্শ করতে পারবে না মৃত্যুর প্রতাপে...

পৃথিবীর সকল মায়া, মোহ, যন্ত্রণা থেকে মুক্তি পেতে মৃত্যুর নিথর শিথিল বাহুতে দীর্ঘ আলিঙ্গনে লিপ্ত হতে চাই আমি...
মৃত্যুর সঙ্গে সহবাস করতে চাই আমি
মৃত্যুর বুকে মাথা রেখে দীর্ঘ ঘুমে আচ্ছন্ন হতে চাই আমি।

 

আর্কাইভ