• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পৃথিবী সুস্থ হলে

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০৮:৫৩ পিএম

পৃথিবী সুস্থ হলে

সুস্মিতা দত্ত মুখার্জী

পৃথিবী সুস্থ হলে

তোকে একটা কবিতা দেবো

একসাথে বসে পড়বো...

 

পৃথিবী সুস্থ হলে

জমানো অভিমানগুলো দূরে সরিয়ে দেবো

দুই হাত বাড়িয়ে তোকে বুকে টেনে নেবো...

 

পৃথিবী সুস্থ হলে

একটা কৃষ্ণচূড়াগাছ লাগাবো

আগুন রঙে রাঙিয়ে নেবো অনুভূতিগুলো...

 

পৃথিবী সুস্থ হলে

তোর শহরে পাড়ি দেবো

অপূর্ণ ইচ্ছেগুলোয় ডানা লাগিয়ে উড়ে যাবো

ভাঙা ভাঙা সংসারটা যত্ন নিয়ে গুছিয়ে সাজাবো...

 

অনেক কিছু করার আছে,

মনের মেরামত...

এবার পৃথিবী সুস্থ হলে... প্রাণ ভরে একসাথে অনেকটা বেঁচে নেবো...

আর্কাইভ