• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

উন্মনা মন

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩, ০৯:২৫ পিএম

উন্মনা মন

শিবানী চ্যাটার্জ্জী

উন্মনা মনটা এগিয়ে চলল তিরতির করে বয়ে চলা নদীর পাড় ধরে,

মনখারাপী গল্পগাঁথা ভাসিয়ে দেবো নদীর জলে,

সিন্ধু সেচে মুক্তো আনে লোক মুখের কথা বলে।

 

কতকিছু রঙিন ছবি আজ নদীর বহমানতার সাথে ভেসে উঠেছে চোখের সামনে...

নদী যেন সুরেলা গলায় গান ধরেছে নিজের তালে,

ডাকছে আমায় এসো তুমি ধরো হাত বিরহকালে।

 

কত কথা আজ নদীর বুকে জমে আছে যেন পাহাড় সমান...

তার দুঃখ কে শুনবে আর সময় আছে কার?

তবুও নদী হাসিমুখে তাথৈ তাথৈ নৃত্যরতা বারবার।

 

নীরব সংলাপের নকশীকাঁথা ঢেউ খেলিয়ে এঁকে যায় জীবন নদীর সুখ দুঃখ...

পলিস্তূপের ভাঁজে ভাঁজে  জীবনের ইতিহাস,

অজান্তেই করে যায় কত মানুষ তার পরিহাস।

 

নদী মান অভিমানের অনুরাগ মাখে না মনের ঘরের নরম বালির চরায়...

তবুও বলে ভালোবেসে খুঁজি আমি মোহনার চর

এই দুনিয়ায় জানি নাতো কেবা আপন কেবা পর।

আর্কাইভ