• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কাল্পনিক অপ্সরা

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ১১:০০ পিএম

কাল্পনিক অপ্সরা

নার্গিস পারভিন, কলকাতা

নীল শাড়ির আবরণে

কারণে অকারণে অনেক কথা বলা,

প্রজাপতির দুরন্ত পাখায় অপলকে

হিমেল হাওয়ায় চুল ওড়ানোর ব্যাকুলতা 

সেতো নিছকই তোমার মজ্জাগত নয়!

আবিরে রাঙ্গানো সিঁথিতে

লাল সুতা বাঁধা কব্জির ইশারায়

আমি যে কাল্পনিক অপ্সরার ইঙ্গিত পাই!!

 

আর্কাইভ