• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

উজানের টান

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০৬:২৩ পিএম

উজানের টান

তৃপ্তি রায় চৌধুরী

কাল কি হবে, কালই তা জানে
ভেসে চলা শুধু, অদৃশ্য উজানের টানে।

সহজ নয় এড়ানো, অমোঘ সেই টান
নিত্য ভেসে চলা, আশায় বেঁধে প্রাণ।

পঙ্কিল বাঁকা পথ, আছে বিস্তর বাধা
কালের ভরসা নিয়েই, সাহসে বুক বাঁধা।

জীবন পথের গলি, অনিশ্চয়তায় মোড়া
পেরোতে হবে পথ, ছুটিয়ে কালের ঘোড়া।

একলা পথের যাত্রী, যাবে না কিছুই সাথে
আগলে রাখার চেষ্টা, তবুও সবল হাতে।

কালের গর্ভ পূর্ণ, আশার আলোর দানে
যাত্রা পথের ইতি, শেষ পাড়ানির গানে। 

 

 

এএল/

আর্কাইভ