• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

চোরাবালির খেলা

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ০৫:৪৬ পিএম

চোরাবালির খেলা

মোহাম্মদ আলী

অসীম এক সিন্ধু তবু জল নেই এক বিন্দু তৃষ্ণা মেটাবার;
আমার আদি আমার অনাদি দুটোই কেবল নিষ্ঠুর হেয়ালি, 

এক দুস্তর পারাবার এক নিগুঢ় রহস্য- 

প্রহেলিকায় ঢাকা আমি ও জগৎ চারদিক 
তাই নিজেই প্রশ্ন হয়ে ছুটছি দিগ্বিদিক;
আমাকে ঘিরে রাখা প্রকৃতিও নিরুত্তর, 
খোলা দুটি চোখ তবু অন্ধ বিবর;
আঁধার এলে সন্ধা নামে, আঁধার শেষে ভোর হয় 
তিলে তিলে জমে ভাণ্ডার, আয়ু হয় ক্ষয়;
হিসেব মেলে না কখনো সুখ-দুখের, 
জীবন যেন চোরাবালি অপূর্ণতার জের।

 

 

সাজেদ/এএল

আর্কাইভ