• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

বিদায় অতীত

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২, ০৫:০৫ পিএম

বিদায় অতীত

মু আ কুদ্দুস

তুমি গেলে, শখের সবগুলো আজ পরিত্যক্ত আমার
তুমি গেলে, অন্য এক রেখা হয় এলোমেলো তোমার
বয়স, যৌবন, বসন্ত উৎসব পিছনেই থেকে গেলো
যত কথা, হাঁটার শব্দগুলো যদি
চঞ্চল জীবনের বাঁকে থেমে গেলো আমার আশা অব্দি।

পথে পথে...
কতজনে দেখা হয়েছিল
কথা হয়েছিল সুখ-দুঃখের পদাবলী
বিমূর্ত এক স্বপ্ন আমার মৃত্তিকায় ছুঁয়ে আছে পা।
গেছে কত...
নীলাভ রাত, জোসনার হাসি
ধানফড়িংয়ের প্রেম উড়ে গেছে হাওয়ায়
কত পেয়েছিলাম কিশোরী শব্দের বর্ণালী রঙ
উন্মাদনা, বৈশাখের কালো ঝড়ে উড়ে গেছে কত?
তবুও পাখিরা নীরে ফিরেছে দল বেঁধে পাড়ে
দিনের আলো নিভে গেছে রাতের অন্ধকারে।

জীবন এক স্রোতস্বিনী নদী চলে যায় বয়ে
রেখে যাওয়া পথ 
কত পথিকেরে নিয়ে যায় দূর দেশে ধেয়ে।
কি নিয়ম হে অতীত, চলে যাও একা দূরে ফেলে
অসহায়, ‍‍`তুমি‍‍` পরে আহত মানুষ জীবনের কথা বলে।
একটা বছর সহস্র দিনে ফুটে-ফোটায় একটি মহাকাল
ভোর যায় ফিরে আসে পৃথিবীর একাল।

হে অতীত রেখে গেলে পৃথিবী পাড়ে কাশবন, নিরাপদ
যত সুন্দর ছিল দিনগুলো এবং মায়াবী রাত...
হে অতীত কখনো আসো নাকো নিজ নীরে ফিরে 
বিবর্ণ মুখগুলো তোমাকে খোঁজে পৃথিবীর শ্যামল প্রান্তরে।

হে অতীত সময়ে অভ্যাস বদলে গেছো তুমি, 
তবুও আশায় খেলাঘর বুনি জীবন নদীতে আমি।

 

 

/এএল

আর্কাইভ