• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তোমাকে

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ০৮:৪৩ পিএম

তোমাকে

সুফিয়া বেগম গিনি, ঢাকা

তোমাদের মুখে বিষণ্নতা দেখলে
আমার ভিতরটা কাঁদে... 
তোমাদের চোখে- মুখে আনন্দ দেখলে ভিতরটা অনেক তৃপ্তিতে উতলে ওঠে।

যেখানে যেমনভাবে থাকো...
তোমাদের পাশেই আছি আমি 
ঠিক, ছায়ার মতো।

আমিই তোমাদের প্রিয় বন্ধু...
তোমাদের নিয়েই আমার জীবন।

চলার পথে অনেক বাঁধা আসতেই পারে... 
তবুও,  হাসি মুখে সাহস নিয়ে যেতে হবে এগিয়ে যোজন যোজন দূরে।

তোমাদের সাথে আমি তো আছি 
সারা জীবন...
তোমাদের জন্য আমার দোয়া 
আর রইলো ভালোবাসা,

তোমরা ভালো থেকো 
ভালো থেকো আমার ভালোবাসা। ❤️❤️❤️
 

আর্কাইভ