• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এই সময়

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২, ০৬:০৮ পিএম

এই সময়

অমিতাভ শুর

এই সময় - ১

ধরণীর বুকে ভরা হোলির মৌসুম এ সময়, 
কে যে কখন কারে সাজায় কিভাবে কোন রঙে
জানে না ওরা, বলতেও অক্ষম তবু মেতেছে ভূবনময় চতুরঙ্গে।

মুখোশের আড়ালে এক অস্বচ্ছ বিভ্রান্ত সমাজ, 
নেকড়ের হাত নাকি বরাভয়- আজ চেনা বড় দায়। 
তুমি কার, কে কাহার বড় প্রশ্ন হয়ে ওই মঞ্চে দাঁড়িয়ে।


এই সময়- ২
ঝাঁ চকচকে রাজপথ, মসৃণ ফ্লাইওভার, সুউচ্চ অট্টালিকার সারি, 
আলোকিত মল, পিজ্জা, বার্গার, কেপাচিনো কফি মনোহারী, 
ভুর ভুর করা ফরাসি আতর গায়ে, যুবক যুবতীর আনাগোনা- আহা মরি।

ওদিকে রাজপথেরই এক কোণে চলে লাগাতার ছয়শ দিনের ধর্না আহাজারি। 
আকাশপানে চেয়ে ওরা রুজিরুটি সন্ধানে, শিক্ষা হয়েছে পণ্য, বিবর্ণ কদাকার ব্যাপারী। 
মুখে কুলুপ আঁটা মূক ও বধির এক বিদগ্ধ সুশীল সমাজ!


এই সময় - ৩

চারিদিকে কোলাহল সমুদ্রে বাতাসে বনে- জনমানসে, 
একে একে নষ্ট হয় গ্রাম বন দুষিত হয় মানুষ বসতি
তবুও ওরা বলে সামগ্রিক নাকি হয় উন্নতি।

জানি না ওরা ঠিক কোন কাজ করে
নাকি মিলেমিশে একসাথে ওরা হাত মারে? 
বাতাসে বারুদের গন্ধ পাই বাঘেদের গর গর ঝাঁপাবার আগে। 
 

আর্কাইভ