• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কলমের মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ১০:৪৫ পিএম

কলমের মৃত্যু

রশ্মিতা দাস

কলম আজকে হয়েছে কাঙাল
ভিক্ষাপাত্র হাতে,
মনন ও মান ধূলায় ছুঁড়ে
হাঁটে মৃত্যুর সাথে।

বাজারে বিকোয় সাহিত্য তার
মর্যাদা সম্ভ্রম,
স্বার্থসিদ্ধি কিনে সস্তায়
তোষণে রেখে দম।

সাহিত্য সম্মান আর তার
ন্যায্য পুরস্কার
প্রলাপে কুড়োয় অস্তিত্ব 
তুলে ব্যাঙ্গ ফুৎকার।

‘‘আজ সবাই আমরা ড্যাং ড্যাং’’
কষে বেঁধে বিবেক মজ্জা,
‘ডোব্বা ডোব্বা রোব্বা’ শানায়
ছুরিতে, মান-লজ্জা।

‘বিবেক বিক্রী’ মুক্ত মঞ্চে 
আলোর সাথে জ্বলে
নীরবে কলম ঝোলে ফাঁসিকাষ্ঠে
ঢলে মৃত্যুর কোলে...
 

আর্কাইভ