• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অঞ্জলি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ০৭:১৯ পিএম

অঞ্জলি

সুস্মিতা দত্ত মুখার্জী

ভালোবাসার অঞ্জলি দিতে চাই না আমি
তবুও নিবেদন আত্মীক।
অন্ধকার গলির নষ্ট চাঁদের আলো আমার কলজে ঝলসায় 
কিছু সময়ের অবসর নেশার মতো...
কিছু মিথ্যে ভালোবাসা-বাসির কানামাছি খেলা
সবটুকুই বাহ্যিক
সাজিয়ে রাখা রূপ-পসরার এঁটো পাতে বাসি ফুলের
পুতিগন্ধ,
দিনের পরে দিন আসে...সময় আর আসে না
তোলপাড় করা কথারা... আঙুল উঁচিয়ে অন্ধকার গলির চোরাগল্প একঘেয়ে স্পন্দন শুনে চলে।
সেই দেয়া নেয়া কতগুলো... যেগুলো কোথাও লেখা ছিল না, কোথাও লেখা থাকে না, কোথাও লেখা থাকতে নেই,
দূর আকাশের সীমায় মিলিয়ে গেছে
এক উচ্ছন্ন জন্ম নিয়ে মৃত্যুর অপেক্ষায় শোকের প্রাচুর্যে ডুবে আছি!.
 

আর্কাইভ