প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২, ১১:৪৫ পিএম
তুমি আমাকে যতই আঘাত করো,
অপমান করো, উপেক্ষা করো---
আমি এখন থেকে আর ভেঙে পড়বো না।
যতই বুক ফেটে কান্নার জোয়ার আসুক...
মনের মধ্যে কষ্টের ঘূর্ণিঝড় উঠুক,
তবুও তোমার সামনে অশ্রু ঝরাবো না।
হয়তো রাতের পর রাত কাটবে আমার অনিদ্রায়,
হয়তো চোখের নোনা জলে আসবে সুনামি...
তবুও তোমার সামনে মাথা নুইয়ে সহানুভূতির ভিক্ষা চাইবো না,
ভালোবাসার জন্য কাকুতি মিনতি করবো না।
হয়তো মন ভেঙে টুকরো টুকরো হবে,
মনের ক্যানভাসে ধূসর রঙ ছড়াবে
হৃদয় জ্বলে পুড়ে হবে ছাই।
আমি ঠিক ফিনিক্সের মতো পোড়া ছাই থেকে আবার
নিজেকে তৈরি করে নেব নতুন করে...
তবুও তোমার কাছ থেকে কোনো কিছুই প্রত্যাশা করবো না,
আমার পাশে থেকে আমায় আগলে রাখতে বলবো না।
তুমি যতই আমার দিকে তীব্র উপহাসের বাণ নিক্ষেপ করো না কেন,
ঘৃণা করো না কেন...
আমি কিন্তু একটুও উত্তেজিত হব না, নিজেকে ভীষণ শান্ত রেখে
ঠাণ্ডা মাথায় তোমার এই আচরণগুলো পাগলামি মনে করে হেসে উড়িয়ে দেব।
তুমি হয়তো জানো না...
ধৈর্যের বাঁধ ভাঙ্গলে যেমন মানুষ হয় রনচন্ডী,
তেমনি হয় আবেগ শূন্য এক নির্জীব প্রাণী...
এক প্রাণহীন পাথর।
আমি ঠিক নিজেকে তৈরি করব এক দৃঢ় নির্ভীক পাহাড়,
যার গা বেয়ে নেমে আসবে খলস্রোত অমল স্বচ্ছ ঝরনা ধারা।
সূর্যের রশ্মিতে করবে জ্বলজ্বল হীরের মতো,
বৃদ্ধি করবে আমার সৌন্দর্য...
পাহাড়ের কোলে জন্ম নেবে সবুজ বনানী,
আশ্রয় পাবে অগুনিত পশুপাখি
যারা আসবে আমার কাছে আশ্রয় নিতে আমায় ভালোবেসে
আমি আগলে সযত্নে রাখব সকলকে আমার বক্ষ মাঝে।
তুমি বুঝবে নিশ্চয়ই একদিন,
যাকে তুমি করেছো হেলা তুচ্ছ কারণে
বঞ্চিত করেছো তারে, তার যোগ্য অধিকার থেকে
দেখবে সে কেমন বিলীন করবে নিজেকে সকলের কাছে।
সকলের মাঝে তার পবিত্র বিশুদ্ধ ভালোবাসা দিয়ে,
দয়া মায়া মমতা দিয়ে...
কোনো দিনও যদি ফিরে পেতে চাও আমায়
আর কিছুতেই ধরা দেব না যে সেই দিন তোমায়।
সাজেদ/