প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০৩:৫৫ এএম
মৃত দেহ থেকে উঠে নাচতে লাগলো
আত্মা।
বিদেহী আত্মার অবুঝ টানাপোড়েন জুড়ে হাহাকার।
এতদিনের মায়া জড়ানো শরীর
সাজগোজ
অহংকারী কথাবার্তা
উদাসীন জীবনজুড়ে শুধুই শৈত্যপ্রবাহ
একটু উষ্ণতার জন্য এখানে ওখানে দৌড়
শেষমেশ চিতার আগুনে পুড়ে খাঁটি সোনা।
বিদেহী আত্মার করজোড়ে প্রার্থনা
ব্যথা, যন্ত্রণা, কষ্ট
ভুলে থাকার অছিলায়
নির্জন শীর্ণ গুহার মুখে হাতড়ে বেড়ানো
নিকষ আঁধার খামচে আলোর সন্ধানে
নিরলস প্রয়াস।
আত্মা এখন খাঁচার বাইরে স্বাধীন একাকী মন।
কলকাতা, ভারত থেকে
এসএ/