• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

একটা স্বাধীনতা আমার

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ০৩:৫৫ পিএম

একটা স্বাধীনতা আমার

মু আ কুদ্দুস

একটা স্বাধীনতা অনড় সিদ্ধান্তে এসেছে, রক্ত দিয়ে শুধু নয়,
একটা স্বাধীনতা এসেছে পবিত্র সতীত্ব হারায়।
একটা স্বাধীনতা বীজ বুনেছে রক্ত ভেজা মাঠে,
একটা স্বাধীনতা পতাকা উড়িয়েছে বুদ্ধিজীবীদের ত্যাগে।
একটা স্বাধীনতা শেকড় গেড়েছে অবুঝ শিশুর পিতৃহীনের কান্নায়,
একটা স্বাধীনতা মাথা উঁচু করেছে পশু পাখিদের দোয়ায়।

এমন স্বাধীনতায় কোটি হাত ছিল এক এক জনে,
এমন স্বাধীনতায় হাজার কণ্ঠে ধ্বনিত হয়েছে মুক্তির গানে।
এমন স্বাধীনতা এনেছে হাজার হাজার বধ্যভূমি, 
এমন স্বাধীনতা দিয়েছে আমাদের মেঘনা-যমুনার জলে রক্ত তুমি।
এমন স্বাধীনতা পেয়েছি আমরা দিয়েছি ত্রিশ লক্ষ প্রাণ,
এখনো দেখি হায়েনা উল্লাস ছিন্ন করে দেশাত্মবোধক গান।

আজ স্বাধীনতা তুমি নিপুণ হাতে বুনেছো নকশী কাঁথার মাঠ,
আজ বিজয়ে পেয়েছি সুনীল আকাশ সোনালী নদীর ঘাট।

স্বাধীনতা তুমি, তোমার আকাশে অনাবিল সুখ-দুঃখের খেলা,
স্বাধীনতা তুমি এমনি থাকো-সোনালী রোদে কেটে যাক বেলা।
স্বাধীনতা তুমি...

 

সজিব/এএল

আর্কাইভ