• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কাঙ্গাল

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৯:১৭ পিএম

কাঙ্গাল

মতি গাজ্জালী

ক্ষণিক অপেক্ষা আক্ষেপের, জানো না এটাও একটা উপদ্রব নিপীড়ন। 
সময়ের অপচয় টাকা-পয়সা অপচয়ের চেয়ে কম অপরাধ নয়।

এখনো কেন খেলার ছলে কথা দাও, যদি বলি... ফিরিয়ে দাও
দরিদ্রের খুচরো পয়সার মতো শেষ হওয়া সময়, হাসবে নিশ্চয়,
অথচ এতটুক সময় আমাকে ভিক্ষা দিয়েছে জীবন। সময় বড্ড প্রয়োজন।

মুমূর্ষু রোগী যখন আঁকুপাঁকু করে ক্ষণিক বাঁচার তরে, বুঝবে না
কী ব্যথা তার অন্তরে। এই সময়ের জন্যেই কাড়ি কাড়ি টাকা খরচা করে,
তবুও পায় না সময়... হারায় বহুদূরে, যেখান থেকে আসে না কেউ ফিরে।

জানো, সময়ের কাঙ্গাল সবে,
বুঝবে সময় ফুরালে।
হীরে নয়, ময়লা কুরালে...
 

 

 

এএল/

আর্কাইভ