• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

মানবিক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ১২:১৭ এএম

মানবিক

সুস্মিতা দত্ত মুখার্জী

কি খুঁজছো!
আমাদের ছবি,
দামী ফোনে হাতড়ে বেড়াচ্ছ শিশু উৎসবের নগ্ন অবয়ব
পেলে তো খুঁজে!
এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দাও...
বন্যা বইয়ে দাও সহমর্মিতার 
বাহবা কুড়োও মুঠো মুঠো।
চলতিপথে কখনো দেখোনি আমাদের রোদে জ্বলা পাংশু মুখগুলো!
শত ছিন্ন নোংরা জামাগুলো দেখে ঘেন্নায় থুতু ফেলেছো রাস্তার মাঝে... 
খিদের আগুনে জ্বলে যাওয়া পেটে একমুঠো খাওয়ার জুগিয়েছো কখনো?
না... ঘৃতাহুতি দিয়ে দূর দূর করে তাড়িয়ে নিষ্কৃতি পেতে চেয়েছো
তারিয়ে তারিয়ে গালাগালি দিয়েছো বেজন্মা বলে 
তকমা সেঁটেছো...সমাজের অভিশাপ,
বুলি আওড়েছো শিশুশ্রম বিরোধিতার
বাস্তবে চোখ থেকেও অন্ধ থেকেছো
আজ উৎসবের নামে আমাদের ছবিগুলোও রাস্তায় বিবস্ত্র করে টেনে নামাচ্ছ... 
আর কত দেবে নীচ প্রবৃত্তির পরিচয় 
কি জবাব দেবে বিবেকের কাছে!
এবার নামো পথে.. পথেই হোক নতুন করে পথ চেনা
সমাজ... হাতে হাত রেখে গড়ে তোলো মানববন্ধন 
আগামীর ফুলগুলো কুঁড়িতে যেন না ঝরে... 
দয়া-করুণা নয়...এ  পৃথিবী হোক আমাদেরও বাসযোগ্য...
একটা আশার প্রদীপ জ্বালাও কেউ...

আর্কাইভ