• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খেলনা

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ১০:১৮ পিএম

খেলনা

অমল ভট্টাচার্য্য

হিজাব কালো, কালো রাতের অন্ধকার,
কয়লা কালো, কালো সৃষ্টি বিধাতার।
ও মেয়ে নয়কো ভালো,
রঙটা যে তার বড্ড কালো।

বড় হতেই খুঁজিস রাতের অন্ধকার,
রাতের মাঝেই লুকিয়ে থাকে দিনের পরিষ্কার।
কালো মেয়ের চামড়া কালো,
অন্তর যে তার বড্ড ভালো।

কালো বলে করিসনে হেলাফেলা,
হীরে পেতে খুঁজতে হয় কয়লা।
শুভ্র বরফ, দাঁতও যে হয় সাদা,
এদের মাঝেও লুকিয়ে থাকে বিপজ্জনক কাদা।

সাদা খাতা দেখতে ভালো,
কিছু লিখলে আরো ভালো।
লিখে দেখো সাদা রঙে কালো পাতায়,
দেখবে তা কেমনে ঝকমকায়।

মনটা তোমার রাখো পরিষ্কার,
ফর্সা, কালো সব হবে একাকার।
কালো মানে নয় যে কেউ ফেলনা,
ফর্সা, কালো সবাই ঈশ্বর, আল্লাহর খেলনা।
 

আর্কাইভ