প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ০৯:২৮ পিএম
এমনই হয়। হয়তো
এটাই নিয়ম। যাদের কাছের ভাবি
নিজের মতো মনে হয়
বন্ধু ভেবে খুশি হই, তারা
অস্থির সন্ধিক্ষণে দূরে চলে যায়।
যখন দুর্বিপাকে হামাগুড়ি দিই
অতর্কিত দুঃসময়ে আঁধারে হাতড়ে ফিরি
কেউ দাঁড়ায় না এসে পাশে
যেন নিতান্তই অচেনা। আমার বিশ্বাসের কাঁচঘর
বিচূর্ণ হয় শব্দহীন আর্তনাদে
অসহায় রক্ত ঝরে পাঁজরে।
তবুও প্রথম বৃষ্টিতে ভিজি
ভোরের শিশিরসিক্ত শিউলি তুলি
ধূমকেতুর সাত রঙে নিজেকে ভাসাই।
ব্যস্ত বাজারের ভিড়ে
হাজার অপরিচিত মুখে হারানো মানুষ খুঁজি।
এই নির্বাসিত একাকিত্বই ভালো
হয়তো অযোগ্য আমি এই পৃথিবীর বুকে
নিরন্তর এক অর্থহীন কষ্ট নিয়ে বাঁচি।
চোখ বন্ধ করে ভাবি
কোনো যন্ত্রণা নেই আমার, বেশ তো আছি।
আবার পরিচিত মুখগুলো ফিরে ফিরে আসে।