• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বেদনার বালুচরে

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ১০:৪১ পিএম

বেদনার বালুচরে

সত্যদেব পতি, কলকাতা

বাস্তবের কঠিন দনুজ দলনে খুঁজে পাই
ননীর মতো সম্পর্কের শুভ্র পারিজাত,
চাওয়ার অধিকার নিয়ে বাস্তবের দাড়িপাল্লার একদিকে সময়,
অন্যদিকে সম্পর্কের ওজন করলে দেখি...
সময় এর ভালো বাসা মাটি ছুঁয়ে নেয় অবলীলায়;
কারণ এখানে থাকে ভালোবাসার অধিকার,
এবং এটাই জীবনের অধিক মূল্যবান সম্পদ।
কাব্যিকতার পরিভাষায় নামহীন পরিব্রাজক-
সীমাহীন স্বপ্নের সৌদাগরী করে কলম বিন্যাসে
সে তো ভালোবাসার জন্য,
কবির ভাবনা কবিতা হয় ভাবনার আঁতুড় ঘরে,
কলমের আঁচড় টেনে কাব্যকার অনুভূতির বিন্যাস করে প্রেমিকা বা যুগলের অভিপ্রায়ে,
আমি তো তোমার অপেক্ষাতেই বসেছিলাম,
হয়তো হাজার নয়তো দশ হাজার হয়তো লক্ষ বছর,
তোমার অপেক্ষা আমাকে আরও সান্যিধ্যে এনেছে এই দিনে,
হয়তো চাওনি তবু আমি তো চেয়েছি বারবার কড়া নেড়েছি তোমার মনের দরজায়,
হয়তো মন থেকে ভালোবাসতে পারোনি তোমার জীবনাবর্তে!
কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পেরেছি।
ভালোবাসবো আমৃত্যু,
এটা বাস্তবের অঙ্গীকার।
আমার মনের দরজায় তুমি টোকা দিয়েছিলে সেদিন;
যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম তোমার ছবিতে,
তোমার প্রেমে পড়েছিলাম সেদিন
যেদিন তোমার লেখোনিতে দেখেছিলাম কাব্যরস।
আমি সেদিনই তোমার প্রেমে পড়েছি...
যেদিন তোমাকে আপন করে নেবার সময় এসেছে ,
তখন তুমি একটু একটু করে হয়তো এগিয়ে ছিলে আমার দিকে।
আমি সাগ্রহে স্বানন্দে তোমাকে বরণ করেছি-
আমার হৃদয়ের মণিকোঠায় বন্দি করেছি আমার ভালো বাসার পরিবেষ্টনে,
তুমি থেকো প্রিয় তুমি থেকো।
 

আর্কাইভ