• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

তবুও সূর্য উঠবে

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ১১:১১ পিএম

তবুও সূর্য উঠবে

তৃপ্তি রায় চৌধুরী

দিনের আলো পারে না ঘোচাতে মনের আঁধার
তবুও সূর্য উঠবে। 
পায় না সবাই দেবতার চরণ
তবুও ফুলেরা ফুটবে। 
সাজানো কথারা সাজানোই মনে, হয়ে ওঠে না তো বলা। 
অলীক হাসি সাজিয়ে মুখে, হাতে হাত ধরে জীবনের পথ চলা। 
আবেগে বানানো ঘরের, পলেস্তরা পড়ে খসে। 
জীবনের পাঠ মায়াময় শুধু, চেয়ে থাকা তাই বসে। 
টাটকা গোলাপ দিন গেলে জানি, হয়ে যায় ঠিক বাসি। 
আধেক চাঁদের আড়ালেতে থাকে, লুকানো দুখের হাসি। 
মিথ্যে সুখের আশায় মানুষ, সকাল, রাত্রি ছুটবে। 
জীবনের আলো জ্বালাতে বিফল
তবুও সূর্য উঠবে। 

আর্কাইভ