• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মধুময় প্রভাতী শুভেচ্ছা

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০৫:৫৩ পিএম

মধুময় প্রভাতী শুভেচ্ছা

সুস্মিতা দত্ত মুখার্জী

খুঁজে ফেরে মন অরূপ রতন, 
       মেলেনাকো কোনোখানে l 
      ভাবসাগরে ডুব দিয়ে দেখো, 
           রেখেছি যতনে গোপনে l

বৃথাই চিন্তা অর্থ যশের
       পরিশেষে সবই শূন্য, 
             কি এনেছিলে সাথে 
          কি বা নিয়ে যাবে সাথে 
                    সঞ্চিত পাপ পুণ্য l

সংসারের সার বস্তু, বুঝবে যে দিন 
কাম ক্রোধ লোভ ভুলবে সে দিন l
প্রশ্ন করো নিজেকে নিজের পরিচয় 
কর্ম আচরণে যেন আত্মতৃপ্তি হয় l

ভেদাভেদ ভুলে জীব সেবা করো 
নিরাকার পরম ঈশ্বর জ্ঞানে, 
অরূপ রতন পাবেই যেন 
                   আপন অন্তরধামে l

 

সজিব/এএল

আর্কাইভ