• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সোনালী শৈশব

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ১০:৫৪ পিএম

সোনালী শৈশব

ড. হামিদা বানু

ছোট্ট মিষ্টি একটা ভুল,
দু’ভাই-বোনকে কাছে এনে দিলো।

বুবু তোমার খোঁজ আমি রাখি না ,
না সোনালী খামে, না অন্য কোনো মাধ্যমে, 
কিন্তু তোমার জন্য তো শিশিরের মুক্তো ঝরে,
তোমার কষ্টে আমার বেদনার গুরুভার।
আমি জানি আমার বুবু ভালো আছে 
এই গ্রহের কোনো এক প্রান্তে।

আমি আরও জানি,
সোনা ভাইটা তোমার একান্ত অনুভবে।
টরেন্টো ছেড়ে যাবার সময় 
তুমি কেঁদেছো, 
আমি প্লেনে বসে নীচের অপসৃয়মান জনপদ 
দেখতে দেখতে চোখ মুছেছি 
 
ফেলে আসা শৈশব 
হাতছানি দেয় আমাকে, 
তুমি দূরে নও, আমার একান্তে।
 

আর্কাইভ