• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এমন একদিন আসবে

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২, ১১:১৭ পিএম

এমন একদিন আসবে

বাজিতপুর (কিশোরগঞ্জ) থেকে

হোসেন মাহবুব কামাল

এমন একদিন আসবে
সে দিন আদিম হিংস্রতার বুকে অভিঘাত করবেই...
মানবতার মহা প্লাবনে ধুয়ে নিবে নষ্ট ভ্রষ্ট জান্তবে পূর্ণ পঙ্কিল আবর্জনার স্তূপ,
চৈত্রীর আভায় উদ্ভাসিত হবে সকল কালো রাত 
মায়াবিকতায় উচ্ছ্বসিত অঙ্গীকারে জ্বলে উঠবে সভ্যতার লণ্ঠন হাতে অবজ্ঞাত 
হেয়তায় দগদগে ক্ষত বিক্ষত বঞ্চিত মানুষ ত্রস্ত্ররা জ্বলে উঠবে নব স্মৃষ্টিতে।

এমন একদিন আসবে
ঊর্বর মৃত্তিকা নব প্রযুক্তির নব লাঙলে হবে উৎকর্ষের চাষ... 
মনস্তাপে পুড়া হৃদয় বৃক্ষে ফোটবে বসন্তের ফুল, 
চুর্ণ বিচুর্ণ হবে অনিন্দ্য সঙ্গমে বিচ্যুত জমিন 
পলল চুম্বনে বপন হবে হারানো সভ্যতার বীজ,
যে মাঠে ফোটবে সুশাসিত প্রেম ভালোবাসার আবেশ 
মাখা অভীক স্বর্গলোকের সর্বস্য।

এমন একদিন আসবে-
থাকবে না কেবল নষ্ট ভ্রষ্ট মানব আদলের দানবগুলো...
যারা কাব্য কৃষ্টি শিল্প সাংস্কৃতিক প্রতিভা বানদের চিবিয়ে- খায়  ‘মানুষ’ শূন্য করে গেছে! 
পৃথিবীকে অতল গহব্বরে নিপতিত করেছে যুগযুগান্তর 
ওরা হবেই কীটপতঙ্গের আধার।

আর্কাইভ