• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শেষ রাতের শিশির

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২, ১০:৫৯ পিএম

শেষ রাতের শিশির

মোহাম্মদ আলী

কি এক নির্ঘুম নিস্তব্ধতা! 
জেগে আছি এরই প্রতিক্ষায়, টিপ-টিপ হৈমন্তী-শিশির, জেগে থাকলেই কেবল বোঝা যায়, বোঝা যায় উৎকর্ণ আবেগের অধীর যন্ত্রণায়;
একটা স্ফটিক জল বিন্দু, অক্ষত শুদ্ধ শুভ্রতায়
অতি কাব্যিকের চোখে একটি ছোট্ট মুক্তো দানার মতো, 
সেই আমার নিশুতি রাতের ছদ্ম অতিথি 
এক অলোক সুন্দর মায়াবি সত্ত্বা এবং
আমার গান ও সুরের নির্ঝর ধারা 
চালা ঘরে চুইয়ে পড়া টিপ-টাপ শব্দের মতো  ;
অথচ, ক‍‍`দিন পরেই সে আর আসবে না 
রাত আসবে, জেগেও থাকবো নিত্য এই প্রহরে
সূর্য উঠলেই সতৃষ্ণ দৃষ্টি খুঁজবে তাকে সবুজ কচি পাতায় পাতায় 
ঋতু চক্রে সে আসবেই, আদি-অনাদি চলছেই
তার আসা যাওয়া, 
শুধু কোনো এক হেমন্তে এসে সে আমায় খুঁজবে
যখন আমি থাকবো না।
 

আর্কাইভ