• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শেষদিনের গল্প

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ১১:৫৪ পিএম

শেষদিনের গল্প

আবু রায়হান ইফাত

খুব বেশি রাতজাগা হয়.?
না তো, সেই আগের মতোই কাটে
কিন্তু, চোখ যে ভিন্ন কথা বলে,
আবছা কালি তবে কেনো এসে বাসা বেঁধেছে .?
সে তেমন কিছুই না, অভ্যাস কখনো পাল্টে নারে।

রাত না জাগলেই কি নয়.?
চাঁদ তো রাতেই আসে, স্মৃতিগুলো তখনই ভাসে,
মৃত আত্মায় প্রাণ ফুটিয়ে আবার নিজেই সরে গেলে ।
ভালোবাসার নৃশংসতায় সৃষ্টিকর্তা হাসে,
কেনো যে ভালোবাসা সৃষ্টি করেছিল ভবে।

অভিমান তবে কেনো বাসা বিঁধেছে মনে ?
অভিমান! অভিমান শিখিনি কভুও,
শিখেছি ভালোবাসতে, কাব্যগাঁথায় ছন্দ আঁকতে
কিন্তু, ভালোবাসা হারায় সেই অতৃপ্ততাতে।
আমি অভিমানী না কারো সাথে।

দেখা হবে না আর কভুও, এইযে শেষ দেখা
কাঁকতালীয়ভাবে যদি হয়ে দেখা, তবে তা ভিন্ন কথা
But, I never wish we will meet again.
জানি, কভুও করবো না আর বাহানা
সুখে থেকো তাই করি কামনা।

খোদা হাফেজ, আমি যাচ্ছি চলে
মায়া কাটাতে শিখবেন তাই কাম্য তবে।
শেষবারের মতো রিক্সায় পাশের সিটে একটু জায়গা হবে.?
কিছু মায়া থেকেই যায় চিরঞ্জীব হয়ে,
মায়া যে বারবার কাছে টানে।
কি আর হবে মায়া বাড়িয়ে ..?
মায়া কাটাতে শিখুন বলেছিলাম আগে,
গল্পের শেষ এখানেই,
ভালো থাকবেন আমি যাচ্ছি চলে।

ভালোবাসা অদৃশ্য তখন ক্ষণিকের মাঝে,
দৃশ্যপটে বিষাদের কালোছায়া হানা দেয় এসে
মায়া কভুও কাটেনারে, তবুও কেনো না বুঝার ভানে।
মায়া থেকেই যায়,
ভালোবাসা বেঁচে থাকে অদৃশ্যতার কৌঠরে।

আর্কাইভ