• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ফাল্গুনি

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ০৮:২১ পিএম

ফাল্গুনি

প্রকাশ চন্দ্র রায়

হৃদয় দুয়ার খোলাই ছিল,
ফাগুন হাওয়াও বইছিল অষ্টপ্রহর;
ডাকছিল কোকিল দিনে-রাতে
মন বাগানের হরিৎ গাছে।

শিমুল পলাশ হাতে নিয়ে অত্যুগ্র প্রত্যাশায়
অপেক্ষায় ছিলাম চাতকপ্রায়,
মনমঞ্জুষা ঢেলে দিতে আসবে বলে
অদম্য কৌতূহলে কাটছিল দুরন্ত সময়।

সম্মুখ পথে আসোনি কখনো,
বসোনি কাছে কোন্ সে আশঙ্কাতে!
ভুল করে কিছু ফুল ছুঁড়েছিলে মাঝে মাঝে
উৎসুক হৃদয়ের বাতায়ন পথে।

ফাল্গুন চৈত্র তো কবেই হয়েছে গত,
বসন্ত বাতাসও বহে না এখন আর;
শিমুল পলাশ ঝরে গেছে সময়ের সাথে,
উড়ে গেছে সুকণ্ঠী কোকিলের ঝাঁক।

আমার পৃথিবীতে এখন প্রত্যহই বহে শুধু 
কালবৈশাখী ঝড়;
ফালগুনি তুমি একটিবারও নিলে না খবর!
কোথায় আছি কেমন আছি,
কেমন করে একা একা কাটছে আমার প্রহর।★
 

আর্কাইভ